কক্সবাজারের উখিয়া সদরের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল চারটার দিকে উখিয়া কৃষি ব্যাংক ভবনের পেছনের দিকে কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দোকানদাররা মালামাল সরানোর চেষ্টা করলেও ধোঁয়ার তীব্রতা এবং আগুনের লেলিহান শিখায় অনেকেই আটকা পড়ে যান। খবর পেয়ে উখিয়া, টেকনাফ ও কক্সবাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।
উখিয়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নুরুজ্জামান ভাক্কা বলেন, স্থানীয় জনগণ, পুলিশ ও প্রশাসন একসাথে কাজ করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। নিহত মোহাম্মদ আলী এলাকার পরিচিত কাপড় ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে বাজারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। ব্যবসায়ীরা জানান, আগুন সবকিছু পুড়িয়ে নিয়ে গেছে,পোড়া গন্ধ আর ধোঁয়া ছাড়া বাজারে আর কিছু নেই। অনেক ব্যবসায়ী এখন পুরোপুরি নিঃস্ব।
উখিয়া সদরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক নেমে এসেছে এলাকায়। স্থানীয়দের বক্তব্য,আগুনে পুড়েছে শুধু দোকান নয়, পুড়ে গেছে মানুষের স্বপ্ন।
কুশল/সাএ
সর্বশেষ খবর