শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলা পরিচালনা করায় এক আইনজীবির বসতবাড়িতে হামলা করার অভিযোগ ওঠেছে জামিনপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে। এই ঘটনায় ঐ আইনজীবির মা মোছা. রাহিলা খাতুন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. সোহেল রানা।
এর আগে রবিবার বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ রামদা, রডের লাঠিসোঠা ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। ভুক্তভোগী ঐ আইনজীবির নাম মো. আশরাফুল আলম। তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।
মামলার এজহার ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, এডভোকেট আশরাফুল আলম একটি হত্যা মামলায় বাদী পক্ষের কৌশুলি হিসেবে শেরপুর আদালতে মামলা পরিচালনা করে আসছিলেন। আসামীপক্ষ ও ঐ আইনজীবির বাড়ি কাছাকাছি হওয়ায় জামিনে মুক্তিপ্রাপ্ত হত্যা মামলার আসামীরা মামলাটি পরিচালনা না করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন তাকে। কিন্তু এডভোকেট আশরাফুল আলম মামলাটি না ছেড়ে দেওয়ায় ঐ হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া আক্রোশবশত রামদা, রড ও লাঠিসোটা নিয়ে আকস্মিক আইনজীবীর বাড়িতে হামলা করেন। এডভোকেট আশরাফুল আলমকে খুঁজে না পেয়ে বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে তারা। এ সময় আইনজীবির স্ত্রী বাঁধা দিলে আসামিরা তাকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে রক্ষা পান। পরে তিনি মোবাইল ফোনে তার স্বামীকে খবর দিলে আশরাফুল আলম তাৎক্ষণিকভাবে নালিতাবাড়ী থানা পুলিশকে বিষয়টি জানান।
এদিকে, হামলার খবর শুনে নালিতাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসায় হামলাকারীরা সটকে পরে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রামদা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এডভোকেট মো. আশরাফুল আলম বলেন, আইন অনুযায়ী যেকারো পক্ষে মামলা পরিচালনার অধিকার আমার রয়েছে। যারা হামলা করেছে তারা একাধিক হত্যা মামলার আসামী। হামলার পর থেকেই আমার পরিবার নিরাপত্তাহীনতা অনুভব করছেন। পুলিশের কাছে দ্রæত আসামীদের গ্রেপ্তারের দাবী জানান তিনি।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, হামলার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়েই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর