বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মো: আবুল কাশেম (বিএন)।
আটককৃত মাদক কারবারি মো:নিলয় তালুকদার (২১) পিরোজপুরের মঠবাড়িয়ার হোতখালি ৩নং ওয়ার্ডের বিরু তালুকদার এর ছেলে। অন্যজন মো: সাকিব সিকদার(২৪) বরগুনার পাথরঘাটার রায়হানপুর এলাকার জাকির সিকদারের ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১০ নভেম্বর রাত ১১ঘটিকায় পাথরঘাটা স্টেশন কোস্টগার্ড কর্তৃক বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর মিয়াবাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে ৪৮ হাজার টাকা মূল্যের ১.৫ কেজি গাজা ও নগর ৬১০ টাকা সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর