গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপিত হয়েছে। উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড, ম্যারাথন, ক্রিকেট টুর্নামেন্ট ও যুব সমাবেশের মতো নানা কর্মসূচি পালন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড ২০২৫’-এর চূড়ান্ত পর্ব। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে আয়োজিত এই পর্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত ২৭৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরাই ছিল এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। তীব্র প্রতিযোগিতার পর চূড়ান্ত পর্ব থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
এর আগে, সকাল সাতটায় উৎসবকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে এসে ম্যারাথনটি শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে।
দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া, উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে আয়োজিত একটি যুব সমাবেশ কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কাশেম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেন্ট মেরীস গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। সবশেষে, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার মাধ্যমে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর