জাতীয় ঐক্য জোটের মুখপাত্র, বাংলাদেশ মুসলিম সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি মো: মাসুদ হোসেন ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে রাজনীতি করে আসা জোটের এই কেন্দ্রীয় নেতা জনপ্রতিনিধি হয়ে তার নির্বাচনী এলাকার এবং দেশের সেবা করতে চান।
একান্ত সাক্ষাৎকারে মো: মাসুদ হোসেন বলেন, আমার নির্বাচনী এলাকায় জনগণের যে সমর্থন আমি পাচ্ছি সেটি যদি নির্বাচন পর্যন্ত দোয়া ও ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আগামী সংসদে যাব। আমার নির্বাচনী এলাকার জনসাধারণের প্রতি আমার অগাত বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে কারণ আমি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে আসছি। ওয়ার্ড পর্যায়ে থেকে থানা পর্যায়, থানা পর্যায় থেকে মহানগর পর্য, পরবর্তীতে মহানগর থেকে কেন্দ্রীয় কমিটিতে আসীন হয়েছি এবং নিজের দায়িত্ব পালন করে যাচ্ছি।
আমি মনে করি ঢাকা ৯ আসনের তিনটি মারাত্মক সমস্যা রয়েছে। যেগুলো হলো এই এলাকার জনপদের প্রানের দাবি। প্রথম সমস্যাটি হলো মাদক সমস্যা, দ্বিতীয় সমস্যাটি হলো চাঁদাবাজি সমস্যা, তৃতীয় সমস্যাটি হলো রাস্তাঘাট এবং অবকাঠামো গত সমস্যা। আল্লাহর রহমতে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে জনগণের পাশে থাকবো এবং এই তিনটি সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। এলাকার সাধারণ জনগণ অনেক সময় বড় নেতার কাছে অথবা অতীতে সংসদ সদস্যের কাছে যেতে পারত না। তারা মন খুলে সুখ-দুঃখের কথা বলতে চাইতো না। আমি চাই সাধারণ জনগণ সবসময় আমার কাছে আসুক। তাদের ইচ্ছা এবং চাহিদার কথা বলুক। আমি আমার দল এবং ব্যক্তিগত স্থান থেকে সব সময় তাদের পাশে থাকবো।
বর্তমান সময়ে সবাই বিএনপি, জামায়াত এবং এনসিপিকেই বড় দল হিসেবে দেখছে। সত্যিকার অর্থে এই সমস্ত দল ছাড়াও দেশে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমাদের মত জোট রয়েছে। জনগণ যদি তাদের প্রতি আস্থা রাখে তারা অবশ্যই তাদের নিজ নিজ নির্বাচনি এলাকার জনগণ এবং দেশের সেবা করার সুযোগ পাবে। সবশেষে তিনি তার নির্বাচনী এলাকার জনগণের দোয়া এবং ভালোবাসা কামনা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর