ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় এনসিপি নেতা মোজাম্মেল হকসহ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতাকর্মীদের বরাতে জানা যায়, স্থানীয় তরুণদের উদ্যোগে দালাল ও দুর্নীতিবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে এতে অংশ নিতে আসেন এনসিপির ময়মনসিংহ জেলা সংগঠক ও উপজেলা প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এ সময় হঠাৎ করে বহিরাগত একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। হামলায় মোজাম্মেল হকের পাশাপাশি প্রভাষক মাসুম বিল্লাহ, শিহাব উদ্দিন, আব্দুর রউফসহ আরও কয়েকজন আহত হন।
পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব অভিযোগ করেন, হাসপাতালের চিহ্নিত দালালচক্র বহিরাগতদের সহযোগিতায় হামলা চালিয়েছে।
তারা বলেন, “আমরা দালালমুক্ত হাসপাতাল চাই। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।”ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও থানার ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের কার্যালয়ে বসে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও পর্যালোচনা করেন এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, “ঘটনার সময় আমি সহকর্মীদের নিয়ে টিকাদান কার্যক্রমে ব্যস্ত ছিলাম। বাইরে কী হয়েছে, তা জানতাম না।”ইউএনও সানজিদা রহমান জানান, ঘটনাস্থলে তিনজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “হামলার ঘটনায় রবিউল ইসলাম রবি (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্যদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর