ঢাকা–সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নে বিশেষ অভিযান “অপারেশন ক্লিন হাটে” পরিচালনা করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করেছে পুলিশের বিশেষ টিম।
আটক ব্যক্তিরা হলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর,এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।জানা যায়, গতকাল রাত ৮টার সময় নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে গোপলার বাজার থেকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এসময় বড় ধরনের নাশকতার প্রস্তুতির অভিযোগে দুইজনকে আটক করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে এই দুই নেতা স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে পুরো ওয়ার্ড নিয়ন্ত্রণ করে আসছিলেন। তাদের নির্দেশেই এলাকাজুড়ে চাঁদাবাজি, ভয়ভীতি ও রাজনৈতিক দখলবাজির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছিল।
স্থানীয়রা জানান, আলী আকবর ও আতাউর রহমানের সিন্ডিকেটে যুক্ত আছেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও বর্তমান ইউপি সদস্য বশির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক গোলাম রাব্বানী, এবং ছাত্রলীগ নেতা আব্দুর রহমান।অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের সদস্যরা মহাসড়কে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিমের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।একাধিক সূত্র জানিয়েছে, আটক দুই নেতা দীর্ঘদিন ধরে নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় দখল, দুর্নীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, তাদের ভয়েই কেউ মুখ খুলতে সাহস পেত না। পুলিশের কর্মকর্তা জানান, অভিযানে আমরা পর্যাপ্ত তথ্যপ্রমাণ পেয়েছি। নাশকতার পরিকল্পনা, অবৈধ অর্থ লেনদেন ও অপরাধী সিন্ডিকেটের কার্যক্রমের বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান আটককৃত বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন আমাতের এই অপারেশন অব্যহত থাকবে। অন্যদিকে, দেবপাড়া ইউনিয়নে হঠাৎ ডিবি পুলিশের অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, এই সিন্ডিকেট ভাঙলে এলাকাজুড়ে শান্তি ফিরে আসবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক দুই নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত দুই জনের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।*
সাজু/নিএ
সর্বশেষ খবর