বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ।
এই ঘটনায় লামা থানা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা- ৮/৯(৩)/১২ মতে মামলা রুজু করা হয়। মামলা নং- ০১ তাং-১২ নভেম্বর ২০২৫ইং।
এদিকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে লামার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনায় বৃহস্পতিবার রাতব্যাপী অভিযান চালিয়ে রাত ৩টায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রফিক আলম (৪৩) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল থেকে লামা বাজারে মহিলাদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের আওয়ামী লীগের বিরুদ্ধে যৌথ মিছিলে রাজপথ সরব হয়ে উঠেছে। মিছিলে "ঠাঁই নাই ঠাঁই নাই, মুজিব লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়" দেয় তারা।
জানা যায়, লামা উপজেলায় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন।
মশাল মিছিলে (২০-২৫) জন লোক উপস্থিত ছিল। মশাল মিছিলে উপস্থিত প্রত্যেকের হাতে একটি করে মশাল ছিল। তারা "বান্দরবান এর মাটি শেখ হাসিনা ঘাঁটি" ও "১৩ তারিখ লক ডাউনলোড সফল করুন" সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
কুতুব উদ্দিন (৩৫) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি।
এদিকে লামার ৫নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে বৃহস্পতিবার ভোরে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অনেকে আগুন লাগার ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে বলে জানিয়েছেন। ১৩ নভেম্বর লকডাউন সফলে এই আগুন লাগানো হয়েছে বলে একটি রাজনৈতিক দলের অভিযোগ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর