খাগড়াছড়ির মানিকছড়িতে পথসভার মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল মানিকছড়ি উপজেলার গাড়ীটানা, তিনটহরী, মহামুনি ও গচ্ছাবিল বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াদুদ ভুঁইয়া।
আ.লীগের সমালোচনা করে পথসভায় তিনি বলেন, দীর্ঘ আঠারো বছর মানিকছড়িতে কোন সভা সমাবেশ করতে পারেনি। বিএনপির বিগত শাসনামলে আমাকে ভোট দিয়ে আপনারা এমপি হিসেবে নির্বাচিত করেছেন। যার ফলে খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছি। তাই বিগত সময়ের কাজের মূল্যায়ন আপনারাই করবেন। এখানে আমরা পাহাড়ি বাঙালি সকলে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে চাই। এসময় আগামী ত্রায়োদশ সংসদ নির্বাচনে সকলের কাছে ধানের শীষে ভোট চেয়ে পার্বত্যঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জামায়াতে কড়া সমালোচনা করে ওয়াদুদ ভুঁইয়া আরও বলেন, জামায়াত নির্বাচনের নামে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। জামায়াতের নেতারা দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে বলে বেড়াচ্ছে। কিন্তু তাদের এই বিভ্রান্তিতে জনগণ পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মীর হোসেনসহ জেলা-উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের প্রতীক নিয়ে ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়াকে স্বাগত জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর