রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান’ বিষয়ে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করে নারীদের অন্ধকারে বন্দী রাখতে চায় এবং তাদের ওপর নির্যাতন বাড়িয়ে দিচ্ছে। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনের এই সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বেগম সেলিমা রহমান এবং পরিচালনা করেন নিপুণ রায় চৌধুরী। বক্তারা বলেন, দেশে নারীর ওপর সহিংসতা বাড়লেও কার্যকর প্রতিরোধ ও আইনের সঠিক প্রয়োগ নেই। সালাহউদ্দিন অভিযোগ করেন, আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা পার পেয়ে যায় এবং কিছু ক্ষেত্রে কঠোর আইনের অপব্যবহারও হয়।
তিনি বলেন, নারীর কর্মঘণ্টা কমানোর দাবির আড়ালে তাদের কর্মসংস্থান কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কর্মঘণ্টা কমলে প্রতিষ্ঠানগুলো নারীদের নিয়োগ দিতে অনাগ্রহী হবে, যা নারীর অগ্রগতির পথে বাধা তৈরি করবে।
রাজশাহীর কাটাখালীতে ধানের শীষের প্রচারকালে দুই নারী নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন বলেন, ধর্মীয় গোষ্ঠীর পরিচয়ে একটি মহল হামলা চালিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর