ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ এবং সর্বস্তরের তৌহিদী জনতা। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম। সঞ্চালনা করেন গৌরীপুর মডেল মসজিদের ইমাম মুফতি আশিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস (ময়মনসিংহ-৩, গৌরীপুর)-এর প্রার্থী ফজলুর রহমান, ইসলামী আন্দোলন গৌরীপুর-এর সভাপতি হাফেজ মো. ইমরান হোসেন, গৌরীপুর ইমাম-মোয়াজ্জিন ঐক্য পরিষদ-এর সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুল্লাহ, পৌর সভাপতি মুফতি আবু জিনাত, মাওলানা মো. ফজলুর রহমান, মুফতি কামাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। তাঁদের দাবি, সরকার, উপদেষ্টা পরিষদ এবং আগামীর জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে বিষয়টি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা উচিত। বক্তারা আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর