রাজধানীতে খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।
শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি একথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, আল্লাহর রাসূলকে অস্বীকারকারীরা মুসলিম হতে পারে না—এ বিষয়ে বিএনপি পরিষদের সঙ্গে একমত। পাশাপাশি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও অন্যান্য দাবিদাওয়া সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শেষ নবী—এ বিশ্বাস থেকে বিচ্যুত ব্যক্তি মুসলিম নয়। তিনি বলেন, জামায়াতও ক্ষমতায় গেলে খতমে নবুয়ত পরিষদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এই মহাসম্মেলন সকাল ৯টায় শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচ দেশের আলেমরা অংশ নেন। বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর