পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে চাটমোহর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়।
এ সময় কর্মী-সমর্থকরা জানান, মাঠের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সুজানগর উপজেলার বাসিন্দা (বর্তমানে চাটমোহরের ভোটার) কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা আওয়ামী লীগের দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন।
তাঁরা আরও বলেন, ত্যাগী এই দুই নেতাকে বাদ দিয়ে ‘বহিরাগত’ লোককে মনোনয়ন দিয়ে আমাদের এলাকায় পাঠানো হয়েছে। এতে বিএনপির এই আসন হারাবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোতালেব প্রামানিক, সাইদুল ইসলাম, ইছাহাক আলী, ইউপি সদস্য ইয়াছিন আলী, সৈকত হোসেন, জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, ইউল্যাব ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর