সুনামগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ৫৪ তম মৃত্যু বার্ষিকী পালিত সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের অসম সাহসী গেরিলা যোদ্ধা ও সরকারী কলেজের শিক্ষার্থী শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ৫৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে কলেজ এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
রবিরার(১৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি লেখক,গবেষক সুখেন্দু সেন,সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রকিব তারেক,সহকারী অধ্যাপক আহসান শহীদ আনসারী,শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন,সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ আর জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সংগঠনের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক মিলন, কবি ওবায়দুল মুন্সী, সাংবাদিক মুশফিকুর রহমান স্বপন,লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান মো. আকিক জাবেদ, লাইব্রেরির কর্মী কাওসার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,সুনামগঞ্জ সরকারি কলেজ এর শহীদ গিয়াস,তালেব,জগৎজ্যোতি ও আসগর চারজন শিক্ষার্থী মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে শহীদ হন। নতুন প্রজন্মের কাছে এই বীর যোদ্ধাদের পরিচিতিসহ তাঁদের বীরত্ব গাঁথা তুলে ধরতে হবে।
চারজন শহীদ এর মধ্যে মধ্যে জগৎজ্যোতি দাস পাকিস্তানীদের কাছে আতঙ্কের নাম ছিলো, কারন দাস পার্টির নেতৃত্ব ছিলেন এছাড়াও অসম সাহসী গেরিলা যোদ্ধা, হাওরাঞ্চলে বীরত্বের সাথে লড়াই করেছেন তিনি।
তিনি সহ চারজন শহীদ বীর যোদ্ধাদের বীরত্ব নতুন প্রজন্ম সহ সকলের কাছে সম্মানের সাথে তুলে ধরতে হবে,যেন আগামী প্রজন্ম ও শিক্ষার্থীরা তাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা শ্রদ্ধার সাথে স্মরন করে,রক্ষা করে নিজেদের জীবন গঠন করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর