বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুরা, যা চলবে ২ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া ৪ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তির আবেদন ফি জমা দেওয়া যাবে।
জানা যায়, ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ টাকা এবং ১ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম ১৭ ডিসেম্বর প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষায় ১ম থেকে ১০ হাজার তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে ১০ হাজার তম আবেদনকারীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বর একই হলে উক্ত নম্বর প্রাপ্ত সকলকেই ১০ হাজার তম আবেদনকারী হিসেবে বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। এছাড়া ইংরেজি মিডিয়ামের ৩০০ শিক্ষার্থী ভর্তির পরীক্ষায় অংশ নিতে পারবে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য থাকবে না, কোন বাছাই। প্রাক-নির্বাচনী পরীক্ষা না থাকলেও আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।
উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। মডিউল ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট (http://ugadmission.buet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি আসন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর