ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত নড়াইল জেলার শিক্ষার্থীদের নিয়ে জন্য চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে হাবিব আহমেদ লিয়ন ও সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সমিতির সাবেক সভাপতি মামুন রেজা ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতল জানানো হয়। বিজ্ঞপ্তিতে, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
সভাপতি পদে দায়িত্ব পাওয়া লিয়ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়া হাসিবুর ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কুশল/সাএ
সর্বশেষ খবর