রাজবাড়ীর কালুখালীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী মাঠে ঘটে এ ঘটনা। ক্ষতিগ্রস্তরা হলেন—লাড়িবাড়ী গ্রামের মো. নুর আলী মোল্লা এবং মো. জালাল খান। নুর আলীর ৫ কেজি ও জালাল খানের ২ কেজি পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে কৃষক মো. জালাল খান জানান, আমি গরীব কৃষক। ধারদেনা করে দুই কেজি বীজ এনে রোপণ করেছিলাম। সকালে গিয়ে দেখি বালির সঙ্গে বিষ মিশিয়ে বীজতলায় ছিটিয়ে দিয়েছে। সব চারা মরছে। আমি এখন পথে বসে গেলাম।
অপর কৃষক মো. নুর আলী মোল্লা বলেন, “৩৮ হাজার ৫০০ টাকা কেজি দরে ৫ কেজি বীজ কিনে বপন করেছিলাম। ঠিকমতো চারা হলে ১২ থেকে ১৪ বিঘা জমিতে রোপণ করতে পারতাম। কে বা কারা এই জঘন্য কাজ করলো জানি না। এখন আর নতুন করে বীজ বপন করা সম্ভব নয়।”
লাড়িবাড়ী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন বলেন, “সংবাদ পেয়ে সকালে মাঠে গিয়ে দেখি বীজতলায় পচনশীল কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এসব চারা আর বাঁচানো যাবে না। দুই কৃষকেরই বড় ধরনের ক্ষতি হলো।”
এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষক তার ফসল নিয়ে অনেক আশাবাদী থাকেন। এ ধরনের অপরাধমূলক কাজ কোনোভাবেই কাম্য নয়। আমাদের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে প্রণোদনার ব্যবস্থা করা হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর