ধানমন্ডি-৩২ এলাকায় সোমবার দুপুর ১২ টার দিকে দুইটি বুলডোজার দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকেই ওই এলাকায় বুলডোজার দুটির উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেখানে উপস্থিত কিছু তরুণ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
৩২ নম্বরে প্রবেশের রাস্তায় সাঁজোয়া যান রাখা রয়েছে। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।
বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন এখনও এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সূত্রে জানা গেছে, বুলডোজারগুলো ধানমন্ডি-৩২ এর বাড়ি ভাঙার কাজে ব্যবহৃত হতে পারে।
এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।
তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা।
সাজু/নিএ
সর্বশেষ খবর