বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ তিন দফা দাবিতে সারাদেশের মতো সিরাজগঞ্জেও ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ইউনিটের ব্যানারে কলেজ প্রাঙ্গনে প্রভাষকরা কর্মবিরতি পালন করে ও সংবাদ সম্মেলন করেন। এসময় সিরাজগঞ্জের সকল সরকারী কলেজের প্রভাষকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোমেনা ইসলাম লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন, সব যোগ্যতা পূরণ করেও তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গাফিলতিকে দায়ী করেন তারা।
প্রভাষকদের দাবি, বিভিন্ন কলেজ জাতীয়করণের পর অনেক শিক্ষক বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত হয়ে সিনিয়রিটির দাবি করছেন, যা শিক্ষা ক্যাডারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। অন্যদিকে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের বহু প্রভাষক ৭ থেকে ১২ বছর পার করলেও প্রথম পদোন্নতি পাননি।
প্রভাষকদের তিন দফা দাবি হলো, চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, জাতীয়করণকৃত কলেজগুলোর বিতর্কিত ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন বাতিল, প্রভাষকদের পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন দ্রুত জারি।
শিক্ষকরা আরও বলেন, তারা আগেই উচ্চ বেতনস্কেলে থাকায় পদোন্নতি বাস্তবায়নে সরকারের কোনো আর্থিক বোঝা বাড়বে না। তাই দ্রুত পদোন্নতি কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এবং যত দিন পর্যন্ত প্রভাষকদের পদোন্নতি জিও জারি না হয় তত দিন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার কথাও বলেন তারা। এসময় সিরাজগঞ্জ সরকারী কলেজ, ইসলামিয়া কলেজ, রাশিদোজ্জহা মহিলা কলেজ, উল্লাপাড়া আকবর আলী কলেজ, শাহজাদপুর সরকারী কলেজ, কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের প্রভাষকরা কর্মবিরতী ও সংবাদ সম্মেলনে অংশগ্রহন করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর