বান্দরবানের লামা উপজেলায় নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান “লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের” প্রতিষ্ঠাকালীন শিক্ষক অংথোয়াইহ্লা মার্মা ও জাইতুন্নাহার বেগম এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিদায়ী শিক্ষকবৃন্দ অংথোয়াইহ্লা মার্মা, সিনিয়র শিক্ষক, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিসেস জাইতুন্নাহার বেগম, সিনিয়র শিক্ষক, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
বক্তারা বলেন,দীর্ঘ পথচলায় তাঁরা কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানই বিতরণ করেননি, তাঁরা ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা। শিক্ষকতা তাঁদের কাছে কেবল একটি পেশা ছিল না, ছিল এক পবিত্র ব্রত। লামার এই শিক্ষাঙ্গনকে তাঁরা নিজেদের ভালোবাসায় আর অভিজ্ঞতার নির্যাস দিয়ে সমৃদ্ধ করেছেন। শত শত শিক্ষার্থীর জীবনে তাঁরা এনেছেন ইতিবাচক পরিবর্তন, শিখিয়েছেন স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের সাহস জুগিয়েছেন।
আমরা বিশ্বাস করি, একজন ভালো শিক্ষক একজন ছাত্র ছাত্রীর জীবনকে চিরকালের জন্য বদলে দিতে পারেন। আমাদের এই দুই গুণী শিক্ষক সেই বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যাঁদের দেখানো পথে হেঁটে আজ অনেকেই সমাজে প্রতিষ্ঠিত। তাঁদের ক্লাসরুম ছিল কেবল একটি ঘর নয়, তা ছিল নৈতিকতা, মূল্যবোধ ও জীবনের পাঠের এক জীবন্ত প্রতিষ্ঠান।
শিক্ষক মণ্ডলীর প্রতি আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। এতগুলো বছর ধরে আপনারা যে ধৈর্য্য, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকেছেন, তার ঋণ শোধ করার নয়। আপনাদের অবসর জীবন হোক সুস্থ, সুন্দর ও আনন্দময়। আমরা আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আপনারা আমাদের মাঝে না থাকলেও, আপনাদের দেওয়া শিক্ষা ও অনুপ্রেরণা চিরকাল আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর