বগুড়ার শেরপুরে চার্জ দেওয়ার সময় একটি মোবাইল ফোন বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। বিস্ফোরণের মুহূর্তে ফোনটির মালিক বাধন কর্মকার কৃষ্ণ ও তাঁর স্ত্রী পাশে থাকলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘরের
ভেতরে বড় ধরনের অগ্নিকাণ্ড না ঘটলেও বিস্ফোরণের তীব্রতায় বিছানার চাদরসহ খাটের কিছু অংশ পুড়ে গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকায় তাঁদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাধন কর্মকার কৃষ্ণ গত সোমবার রাতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিকে চার্জে দেন। চার্জ চলাকালীন সময়েই হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বাধন ও তাঁর স্ত্রী দ্রুত সরে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। তবে বিস্ফোরণের কারণে সৃষ্ট আগুনে খাটের অংশবিশেষ ও বিছানার চাদর পুড়ে যায়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাধন কর্মকার কৃষ্ণ বলেন, প্রায় দুই বছর আগে ফোনটি কিনেছিলেন তিনি। তিনি বলেন, "গতকাল রাতে চার্জ দেওয়ার সময় যখন বিস্ফোরণ হলো, তখন আমরা দুজনে খুব কাছেই ছিলাম। ভাগ্যক্রমে রক্ষা পেয়েছি। কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।"
তিনি আরও জানান, একটি ব্যবহৃত মোবাইল ফোন এভাবে বিস্ফোরিত হওয়া অত্যন্ত আতঙ্কজনক এবং অপ্রত্যাশিত।
স্থানীয়রা জানান, মোবাইল ফোনের ব্যাটারি সংক্রান্ত দুর্ঘটনা মাঝে মাঝে শোনা গেলেও দম্পতি অক্ষত থাকায় সবাই স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, ব্যাটারির ত্রুটি, নিম্নমানের চার্জার ব্যবহার বা অতিরিক্ত তাপের কারণে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর