বরগুনার বেতাগী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেতাগী উপজেলার চান্দখালী গোল চত্তর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সার্জেন্ট সুব্রত পাল ইআরএ-৩ এর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সেকশন এবং বরগুনা ট্রাফিক পুলিশের ২জন সদস্য অংশগ্রহণ করেন।
চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে মোটরসাইকেল ৩৮টি, ২টি বাস, অটোরিক্সা ৩টি,৭টি প্রাইভেটকার, ২টি ট্রাক, ২টি মাইক্রো, পিকআপ ৬টিতে কাগজপত্র ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২টি মামলা করা হয়।বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারনে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।
অভিযান শেষে সার্জেন্ট সুব্রত পাল জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর