চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় এ জেলায়। এতে জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই আবার ঘর থেকে বেড়িয়ে বাইরের খোলা স্থানে আশ্রয় নিয়েছেন। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি বা ভেঙে পড়ার খবর পাওয়া যায়নি চুয়াডাঙ্গা জেলায়। ছুটির দিনের সকালে ভূমিকম্পের শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঘরবাড়ি। আতঙ্ক ছড়াল চুয়াডাঙ্গাসহ সারাদেশ।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদী জেলার ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা দেখাচ্ছে রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এদিকে উপকেন্দ্র বলছে নরসিংদী জেলা থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর