আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের আগামী নির্বাচনে দলীয় প্রতীক 'ধানের শীষ'-কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
পৌরসভার দূর্বাটি এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী। কালিগঞ্জ পৌর বিএনপি'র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কেফায়েতুল্লাহ জনির সাবলীল সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ খোকা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর যুব দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব। এ ছাড়াও ওয়ার্ড বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফী হাবিবুল্লাহ খোকা বলেন, "আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয়ী করে নিয়ে আসতে হবে। এজন্য সাধারণ মানুষের দোরগোড়ায় আমাদের পৌঁছাতে হবে এবং ধানের শীষের বার্তা তাদের কাছে তুলে ধরতে হবে।"
তিনি আরও বলেন, "নির্বাচনে অনেক দলই অংশগ্রহণ করবে। সেখান থেকে সাধারণ মানুষ কেন বিএনপিকে এবং ধানের শীষকে বেছে নেবে, সেই পার্থক্যটুকু আমাদেরকেই তাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানাতে হবে।"
নেতাকর্মীদের নিষ্ক্রিয়তা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, "এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দলকে শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিজয়ী হতে হলে আমাদের সকলকে এক হয়ে মাঠে-ময়দানে নামতে হবে। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বিজয় সুনিশ্চিত।"
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও একই সুরে কথা বলেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূলের এই সভাটি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর