ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ বাড়াচ্ছেন তৃণমূলে। নড়াইল-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন করে প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের একক সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন।
নড়াইল-১ আসনঃ কালিয়া উপজেলা, একটি পৌরসভা ও সদর উপজেলার কলোড়া, বিছালী, সিঙ্গাশোলপুর, সেখহাটী ও ভদ্রবিলা এ পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত। ১৯৮৬ সালে এই আসনে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী। ১৯৯১ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী, ১৯৯৬ সালে বিজয়ের হাসি হাসে বিএনপি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। তবে আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে জয় পায় বিএনপি। ২০০৮ সালে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী কবিরুল হক মুক্তি। ২০১৪ সালে আসনটি পুনরুদ্ধারের পর থেকে এ পর্যন্ত ধরে রেখেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ করছেন। আসনটিতে এবার বিএনপি প্রার্থীর সঙ্গে জামায়াত প্রার্থীর মূল প্রতিদ্ব›িদ্বতা হবে বলে ভোটাররা মনে করছেন।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিএনপি। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হলেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী মাওলানা আবদুুল আজিজ। এ ছাড়া এখন পর্যন্ত আর কোনো দল ভোটের মাঠে দেখা যাচ্ছে না। নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন,‘জিয়া সাইবার ফোর্সের জেলা সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন, যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জহিরসহ বেশ কয়েকজন।
প্রার্থী ঘোষণার পর অনুভূতি প্রকাশ করে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ। দল আমাকে মনোনয়ন দেওয়ার আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। তৃণমূলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে এক হয়ে কাজ করে জাতীয় নির্বাচনে দলটিকে নড়াইলের আসনটি উপহার দিবো। ইনশাআল্লাহ।,
নড়াইল-২ আসনঃ লোহাগড়া ও সদর উপজেলার দুটি পৌরসভা এবং ২১টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২। ১৯৮৬ সালে এই আসনে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী। ১৯৯১ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী, ১৯৯৬ সালে বিজয়ের হাসি হাসে বিএনপি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। তবে আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে জয় পায় বিএনপি। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে নির্বাচিত হন জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাফিজুর রহমান। এরপরের দুইটি নির্বাচনেও জয় ধরে রাখে দলটি। আর সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা নির্বাচিত হন। তবে আসনটিতে এবার বিএনপি প্রার্থীর সঙ্গে জামায়াত প্রার্থীর মূল প্রতিদ্ব›িদ্বতা হবে বলে ভোটাররা মনে করছেন।
নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। নড়াইল-২ আসন হোল্ড (অপেক্ষা) করে রাখা হয়েছে।
এ ঘোষণার পর রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ মন্তব্য করেন, নড়াইল-২ আসনটি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের জন্য রাখা হতে পারে। কারণ, ২০১৮ সালের নির্বাচনে তিনি এই আসনের ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে ফরিদুজ্জামান ফরহাদের দল এনপিপি।
নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের একজন করে প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের একক সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হলেন জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মুফতী তালহা ইসলাম।
তবে নড়াইল-২ আসনের প্রার্থী এখনো ঘোষণা করেনি বিএনপি। এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপির শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ বেশ কয়েকজন রয়েছেন।
শুধু রাজনৈতিক দল নয়, ভোটের হিসাব-নিকাশ চলছে সাধারণ মানুষের মাঝেও। তাঁরা চাইছেন যোগ্য প্রার্থী, যিনি জনগণের পাশে থাকবেন। এমন ধারণা রাজনৈতিক পর্যেবক্ষকদের।#
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর