বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে মৃত্যুর হুমকির মুখেও দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন না। নানা বিতর্ক, ব্যক্তিগত নিরাপত্তা সংকট ও চাপের মধ্যেও তিনি এবার হাতে তুলতে চলেছেন আরও বড় দায়িত্ব—নিজের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং ৪’-এর পরিচালনার ভার।
গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী বছরই শুরু হবে ‘দাবাং ৪’-এর শুটিং। চুলবুল পান্ডের আইকনিক চরিত্রে এবারও দেখা যাবে সালমান খানকে। বিশেষ তথ্য হলো—এই পর্বের পরিচালক হিসেবে নাম উঠেছে সালমান খানের। যদিও তার দল বা সালমান নিজে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
২০০৯–১০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘দাবাং’ ছিল সোনাক্ষী সিনহারের অভিষেক ছবি, যা বিপুল সাফল্য এনে দেয়। পরবর্তী দুই কিস্তি পরিচালনা করেন আরবাজ খান ও প্রভু দেবা। তবে প্রথম পর্বের পরিচালক অভিনব কাশ্যপ পরে সালমান খানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, সালমান ও আরবাজের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে ওঠেছিল; এমনকি সালমানের আচরণ নিয়ে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে বড় পর্দার পাশাপাশি সালমান বর্তমানে ব্যস্ত ‘বিগ বস ১৯’ সঞ্চালনা ও সম্প্রতি শেষ করা ‘দ্য ব্যাং টুর’ নিয়ে।
ঝুঁকি, বিতর্ক ও ব্যস্ততার মাঝেও সালমান খানের এই নতুন উদ্যোগ বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর