কুড়িগ্রাম জেলার দুটি উপজেলাকে (রৌমারী ও রাজিবপুর) জেলা শহরের সাথে সংযুক্ত করার জন্য ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবিতে জমায়েত ও গণসাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রৌমারীর ফলুয়ার চর নৌকা ঘাট এলাকায় সকাল থেকে দিনব্যাপী চলে এ কর্মসূচি।
এতে সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের প্রধান সংগঠক মাজু ইব্রাহিম বলেন, এ গণ সাক্ষর নিয়ে সরকার প্রধানের কাছে আবেদন জানাব। এই সেতু হলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাবে। এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হবে। গণস্বাক্ষর কর্মসূচিতে অসংখ্য মানুষ স্বাক্ষর দিয়ে সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম জেলা থেকে রৌমারী ও রাজিবপুর উপজেলায় নৌপথে আসতে কয়েক ঘণ্টা সময় লাগে। বর্ষার সময় নদী উত্তাল থাকে, তখন পারাপারি ঝুঁকি থাকে। তাই ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী সেতু নির্মাণ এর দাবি জানাচ্ছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর