ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থানে স্থায়ীভাবে কেউ নিয়োগ না দেওয়া হলেও আপাতত গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিদায়ী কর্মকর্তা রেজাউল করিম ইতোমধ্যে ঈশ্বরগঞ্জ থেকে রিলিজ নিয়েছেন। দু–এক দিনের মধ্যেই অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আলাল উদ্দিন নতুন দায়িত্বে যোগদান করবেন। এর আগে ২০ নভেম্বর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের (ত্রাণ প্রশাসন) উপসচিব মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রেজাউল করিমের বদলির নির্দেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে তাঁকে সুনামগঞ্জের ছাতকে বদলি ও পদায়ন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানরা এক সংবাদ সম্মেলনে পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, ভ্যাট–আয়করের নামে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের আগে তাঁরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেন। অভিযোগে বলা হয়,২০২৪–২৫ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পগুলোর প্রতিটি কাজে ভ্যাট, আয়কর এবং উৎকোচের নামে প্রায় ২৫ শতাংশ অর্থ নেওয়া হয়েছে। এছাড়া বিল-ভাউচার ও মাস্টাররোল সমন্বয়ের ক্ষেত্রেও প্রতিটি প্রকল্প থেকে অতিরিক্ত তিন হাজার টাকা আদায়ের অভিযোগ তোলা হয়।
পিআইও রেজাউল করিমের দাবি বদলি প্রসঙ্গে জানতে চাইলে রেজাউল করিম বলেন,“আমি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দাপ্তরিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা ও অযাচিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যা উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করছে। ফলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণেই ৬ নভেম্বর বদলির আবেদন করি। অভিযোগের সঙ্গে বদলির কোনো সম্পর্ক নেই।” উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান জানান,“অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত শেষে সংশ্লিষ্ট দপ্তর তাঁকে বদলি করেছে।”চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নে ইউএনও আরও বলেন,“গৌরীপুরের পিআইও অতিরিক্ত দায়িত্ব নেওয়ায় টিআর, কাবিখা ও কাবিটাসহ চলমান উন্নয়ন কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হবে না। আমরা ঈশ্বরগঞ্জের উন্নয়নকাজ সম্পূর্ণ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত রাখছি।”
কুশল/সাএ
সর্বশেষ খবর