বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির ৪ ও ৫ নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের পক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বারাকপুর বাজারের কে.পি. দাশ মার্কেটের সামনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মশিউর রহমান সোহেল। প্রধান অতিথি বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। স্বৈরাচারী শাসন, আয়না ঘরসহ গত সরকারের নানা অপকর্মে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অগণতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধেই জুলাই আন্দোলনে শহীদের রক্ত পথ দেখিয়েছে।” তিনি আরও বলেন, “চাঁদাবাজি, হয়রানি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় গেলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা হবে।”
অন্যান্য বক্তারা বলেন, “৩১ দফার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং রাজনৈতিক হয়রানি বন্ধের যে পরিকল্পনা দেওয়া হয়েছে—তা দেশকে নতুন দিশা দেখাবে।” এ সময় আরো উপস্থিত ছিলেন, সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপি, ওলামা দলের সভাপতি মাহমুদুল হক, আবু হানিফ শানু, হারুন অর রশীদ, চাকলাদার নজরুল ইসলাম, ফকির আরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, হেমায়েত আলী, শেখ নজরুল ইসলাম, শেখ জিয়াদ আলী খোকন, বাবু গৌর চন্দ্র পাল, বাবুল ইসলাম, হাওলাদার মোস্তফা এবং ছাত্রনেতা আরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর