রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন যুবদল নেতা মো. তাজুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তাকে।
তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার বাসিন্দা মোমিন পাটুয়ারীর ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুর রহমান জানান, তাজুল ইসলাম অস্ত্র মামলায় কারাগারে থাকা অবস্থায় রবিবার রাতে তার বাবা মারা যান। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিক্রমে কঠোর নিরাপত্তায় তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাজুল ইসলাম ও আকাশ মোল্লা নামে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পিস্তল
ওয়ান শুটারগানের ৬ রাউন্ড গুলি, পিস্তলের ২ রাউন্ড বুলেট, ১টি মোবাইল ফোন অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুশল/সাএ
সর্বশেষ খবর