গাজীপুরের শিমুলতলীতে গত শনিবার রাতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আয়োজিত কনসার্টকে কেন্দ্র করে ছড়ানো গুজবের অভিযোগ উঠেছে। কনসার্টে জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী পারফর্ম করেন। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পূর্ণ সফলভাবে শেষ হয়।
কিন্তু কনসার্ট চলাকালীন বা শেষ হওয়ার পর কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় যে, ঐশী ও তার টিম স্টেজে অবরুদ্ধ হয়েছেন এবং তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর হয়েছে। বিষয়টি নিয়ে অনেকে আতঙ্কিত হয়।
তবে সংগীতশিল্পী ঐশী নিজেই এই খবরকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “কনসার্টটি সুন্দর ও স্বাভাবিকভাবে শেষ হয়েছে। আমাদের দল নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছে। আমাদের বেরিয়ে যাওয়ার পরই মেলায় ভাঙচুর ও মারামারি শুরু হয়।”
ঐশীর মা নাসিমা মান্নানও সংবাদমাধ্যমে প্রচারিত ভুল তথ্যের বিরোধিতা করেছেন। তিনি বলেন, “অনেকে লিখেছে ঐশীকে অবরুদ্ধ করা হয়েছে। এটা একদমই সত্য নয়। কনসার্ট শেষ করার পরই মারামারি শুরু হয়।”
ঐশী তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতিতে জানিয়েছেন, মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে তার বা তার টিমের কোনো সম্পর্ক নেই। তিনি আরও লিখেছেন, “বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”
মেলার আয়োজকদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সিগারেটের দাম নিয়ে তর্কাতর্কি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই ভাঙচুর শুরু হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর