বান্দরবানের আলীকদম উপজেলা থেকে বিপন্ন প্রজাতির একটি ভাল্লুক ছানা উদ্ধার করেছে লামা বন বিভাগ। লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশে তৈন রেঞ্জের আওতাধীন আলীকদম বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ছানাটিকে উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে পাচারের জন্য রাখা ভাল্লুক ছানাটি আলীকদম বাজারে পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তৈন রেন্জ অফিসার আরিফুল ইসলাম ও বিশেষ টহল দলের টিম লিডার রনি পারভেস,রেঞ্জ কর্মকর্তা, তৈন রেঞ্জ ও কর্মচারীগণ এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট এর প্রতিনিধি অভিযানে নেতৃত্ব দেন।
রেন্জ অফিসার আরিফুল ইসলাম জানান,প্রায় ৩ মাস বয়সী কালো ভাল্লুকের একটি ছানা টি পাচার বা ক্ষতির শিকার হতে পারে এমন গোপন তথ্য বন বিভাগের কাছে আসে। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্বভ হয়নি। ভাল্লুক ছানাটির উচ্চতা-১৮ ইঞ্চি, লম্বা ২০ ইঞ্চি, ওজন ৬ কেজি, বয়স আনুমানিক ০৮ মাস। উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, "আলীকদমের তৈন রেঞ্জের আওতায় থেকে বিপন্ন প্রজাতির একটি ভাল্লুক ছানা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ছানাটি নিরাপদ রয়েছে। এটি বর্তমানে বন বিভাগের হেফাজতে নিবিড় পর্যবেক্ষণে আছে। ছানাটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর সাফারি পার্কে হস্তান্তরের করা হবে।"
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, এশিয়ান কালো ভাল্লুক (Asian Black Bear) বাংলাদেশে অতি বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল উজাড় হওয়ায় এই প্রাণীগুলো প্রায়শই বাসস্থান ও খাদ্য সংকটে পড়ে লোকালয়ে চলে আসে। বন বিভাগের এই সময়োপযোগী পদক্ষেপ বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করলো। উদ্ধার হওয়া ভাল্লুক ছানাটি বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর