ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে চিলমারী-রৌমারী রুটে ১০ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার মালবাহী পরিবহনগুলো। বুধবার (২৬ নভেম্বর) ফেরি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
তিনি বলেন, ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের ফলে চ্যানেল বন্ধ হওয়ার ফেরি বন্ধ হয়েছে। স্থানীয়রা জানান, নদের কিনারে খনন করে পানির চ্যানেল করে দেওয়ায় অনেক স্থানে ব্লক দেবে গেছে। এখন আতঙ্কে থাকতে হয়। তারা কিনার দিয়ে খনন না করে দূর দিয়ে খনন করে চ্যানেল করলে আমাদের এই সমস্যা হতো না। আমরাও চাই নদে খনন হোক কিন্তু সেটা আমাদের ক্ষতি করে হবে তা হতে দিবো না।
বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, এই সময়ে নদের পানি কমে যায়। যার ফলে ধারাবাহিক ভাবে আমাদের নদ খনন করতে হয়। কিন্তু কয়েকটি স্থানে স্থানীয়রা বাধা দেওয়ায় খনন কাজ বন্ধ রয়েছে। আজ বিকালে এটা নিয়ে স্থানীয়দের সঙ্গে বসে কথা বলা হবে।
অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ১৭ নভেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ হয়েছে। এখন নতুন রুট তৈরি করা হচ্ছে, এই রুটের কাজ শেষ হলে দ্রুত ফেরি চলাচল শুরু হবে। উল্লেখ যে, ২০শে সেপ্টেম্বর ২০২৩ <2023> সালে রৌমারী ও চিলমারী নৌরুটে ফেরী চলাচলের উদ্বোধন করা হয়। এ রুটে ফেরী কুঞ্জলতা ও ফেরী কদম চলাচল করে। চিলমারী ও রৌমারী নৌপথের দৈর্ঘ্য ২১ কিলোমিটার।
সাজু/নিএ
সর্বশেষ খবর