গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, অপরাধ দমনে করণীয় এবং মাদকের অপব্যবহার রোধে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার শুরুতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন গত অক্টোবর মাসের অপরাধ পরিসংখ্যান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, বিদায়ী মাসে (অক্টোবর) থানায় মোট ৪০টি মামলা রুজু হয়েছে। অপরাধের ধরণ বিশ্লেষণ করে দেখা যায়, মাদকের সংশ্লিষ্টতায় সর্বোচ্চ ১৮টি মামলা দায়ের হয়েছে। এছাড়া দস্যুতার ১টি, অপহরণের ২টি, ধর্ষণের ১টি, নারী ও শিশু নির্যাতনের ১টি, সিঁধেল চুরির ১টি, সড়ক দুর্ঘটনার ১টি, সাধারণ চুরির ১টি এবং অন্যান্য খাতে ১৪টি মামলা রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আলোচ্য সময়ে উপজেলায় কোনো খুন, ডাকাতি, ছিনতাই, রাজনৈতিক সহিংসতা, গবাদি পশু চুরি, গাড়ি চুরি, মানব পাচার বা পুলিশ আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটেনি। অপমৃত্যু বা জাল জালিয়াতির ঘটনাও ছিল শূন্যের কোঠায়। পরিসংখ্যান পর্যালোচনার পর উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন যে, বিগত সময়ের তুলনায় অক্টোবর মাসে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন ছিল। এই স্থিতিশীলতা ও স্বাভাবিক ধারা আগামীতেও বজায় রাখার জন্য কালীগঞ্জ থানা পুলিশকে বিশেষ অনুরোধ জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম বলেন, "একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য।" তিনি স্থানীয় শিক্ষার্থীদের মাঝে অসামাজিক কার্যকলাপ বন্ধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও মাদকের ব্যাপারে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাদকের ক্ষেত্রে প্রশাসন সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে। এছাড়া স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার জন্য তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান।
সভায় তুমুলিয়া, মোক্তারপুর, নাগরী, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুরশাদী ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ তাদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির হালনাগাদ তথ্য ও সমস্যাগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর