রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারওয়ান বাজার রেলগেটের কাছে ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি এই কর্মকর্তা।
সাজু/নিএ
সর্বশেষ খবর