আওয়ামী সরকারের আমলে হামলা, মামলা জেল ও নির্যাতনের শিকার সাত শতাধিক নেতা কর্মী, সমর্থক ও তাদের পরিবার বর্গদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বান্দরবান জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের হিলভিউ কনভেনশন হলে সম্মাননা প্রদান প্রধান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সম্মাননা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, বিএনপি নেতা মুজিবুর রশিদ, আব্দুল মামুদ, মশিউর রহমান মিটন, নাসিরুল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ। বান্দরবান জেলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নির্যাতনের শিকার নেতাকর্মী সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মাননা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন—স্বৈরাচার সরকার বিরোধী মতকে দমনে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে। নেতা-কর্মীরা গণতন্ত্রের জন্য লড়েছে। সরকার তাঁদের ওপর যেসব মিথ্যা মামলা দিয়েছে তা ছিল ভয় দেখানোর চেষ্টা। আজকের এই সংবর্ধনা তাঁদের সাহস ও অবদানের স্বীকৃতি। এদিকে বিএনপির একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন তারা আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হলেও তাদেরকে সংবর্ধনায় ডাকা হয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর