ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর এলাকায় বাড়িভাড়া ও বাসার সেবার ভিত্তিতে ভাড়া নির্ধারণ ও তালিকা করার উদ্যোগ নিয়েছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার বিষয়ক গোলটেবিল বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও অনেক বাসা মালিক তা মানছেন না। আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে, যা ডিসেম্বরের প্রথমার্ধে কার্যকর হবে।
প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে—ভাড়াটিয়ারা তাদের বাসায় ইচ্ছামত প্রবেশ ও প্রস্থান করতে পারবেন, বাসায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ভূমিকম্পসহ নিরাপত্তা কমপ্লাইন্স বজায় রাখতে হবে এবং হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে ডিএনসিসি কোনো সেবা প্রদান করবে না।
ডিএনসিসি এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ এবং ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের জন্য একটি ফরম্যাটও ওয়েবসাইটে রাখবে। এছাড়া এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণ করে সর্বাধিক ভাড়া কত হতে পারে তা একটি রেটকার্ডে প্রকাশ করা হবে। হোল্ডিং ট্যাক্সের তথ্য ভাড়াটিয়াদের জানানোও সিটি করপোরেশনের দায়িত্ব।
প্রশাসক মোহাম্মদ এজাজ আশা করেন, এই উদ্যোগ ঢাকার বাড়িভাড়া বাজারে স্বচ্ছতা এবং আইনগত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর