নওগাঁর পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের উদ্যোগে 'সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২)' প্রকল্পের অধীনে একটি প্রচারাভিযান এবং সরকারি ভূমি অফিসের সঙ্গে অ্যাডভোকেসি ও সম্পর্ক জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে গ্রাম্য জনগণের ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচীতে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ এবং সুধীজন।
প্রধান অতিথি আলিমুজ্জামান মিলন এসময় উপস্থিত জনগণকে ভূমি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন এবং সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণের আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জমির ভূমি উন্নয়ন কর ও জমি নামজারি বর্তমানে কিভাবে সহজে করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এই মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচীতে উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামের ভূমি সমস্যায় জড়িত ৫২ জন জনগণ সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত জনগণের মধ্যে ৯ জন তাঁদের দলিল ও খতিয়ান সহকারী কমিশনার (ভূমি)-কে দেখালে তিনি কাগজপত্র সরাসরি দেখে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পরামর্শ প্রদান করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর