নাটোরের গুরুদাসপুরে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ২১ মামলার আসামি মাদক সম্রাট শহিদুল ইসলাম ভম্বুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) ও সহযোগী রুবেল আলীও (২৯) গ্রেপ্তার হন। রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মাদক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০৭ পিস ইয়াবা, ২৪৫টি হেরোইনের পুরিয়া ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।
থানা পুলিশ জানায়, ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে রয়েছে ৯টি মাদক মামলা। একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল।
স্থানীয়রা জানান, ভম্বুরা মাঝেমধ্যে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয়। তারা প্রকাশ্যে মাদক বিক্রি করে। তাদের গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।
গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, "গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। জনস্বার্থে মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"
কুশল/সাএ
সর্বশেষ খবর