অপরাধীদের পরিচয় তারা অপরাধী। এই জেলার কোনো অনিয়ম সহ্য করা হবে না এবং ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম।
তিনি বলেন, সুনামগঞ্জে বালু লুটে আজ থেকেই অ্যাকশন শুরু হবে। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের সুনামটুকু নিয়ে থাকতে চাই এবং নিয়েও যেতে চান।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ পুলিশ সুপার সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম বলেন, জেলায় সব অপরাধ (মাদক, ইভটিজিং, চুরির উপদ্রব, যত্রতত্র অটোরিকশা, বালু লুটসহ সব অপরাধ) প্রবণতা নির্মূল করতে পুলিশ প্রশাসন কাজ করবে। আমি নতুন করে গুরুত্ব সহকারে আমার অবস্থান থেকে কঠোর পদক্ষেপ নেব। তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা সহ সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।
ইতিমধ্যে পুলিশ প্রশাসন বালু মহালের লুটপাটের কারণে মামলা করেছে। জগন্নাথপুর উপজেলা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনগুলোতেও হবে।
এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, খলিল রহমান, মুহাম্মদ আমিনুল হক, মাসুম হেলাল, জসিম উদ্দিন, শহীদনুর, আবু হানিফ, লিপসন, সোহানুর রহমান প্রমুখ। তাঁরা বিভিন্ন বিষয় উল্লেখ করে গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়ার জন্য বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
এ সময় সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর