জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের অন্যতম সক্রিয় স্থানীয় অধ্যায় জেসিআই ঢাকা ফাউন্ডার্স-এর ২০২৬ সালের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আফসানা রহমান। ২৯ নভেম্বর ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত ভোটে এই নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে উপ-সভাপতি হিসেবে দায়িত্ব পাবেন- রিফাতুল হক, সাইফুল রহমান এবং মো. নফিউল হাসান। এছাড়া স্থানীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন- আমজাদ শুভ এবং স্থানীয় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ রাজু।
এছাড়া ২০২৬ সালের কমিটিতে বেশ কয়েকজন পরিচালক এবং নতুন লোকাল কমিটি চেয়ার অন্তর্ভুক্ত হয়েছেন যারা আগামী বছরের প্রকল্প, প্রশিক্ষণ ও সদস্য সম্পৃক্ততা কার্যক্রম পরিচালনা করবেন।
সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেসিআই বাংলাদেশের ২০২৫ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জাতীয় বোর্ড সদস্যবৃন্দ এবং ঢাকার বিভিন্ন স্থানীয় চ্যাপ্টারের একাধিক লোকাল প্রেসিডেন্ট।
নির্বাচিত সভাপতি আফসানা রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের আগের সভাপতি যে অর্জনগুলো তৈরি করেছেন তা আমাদের জন্য গর্বের। ২০২৬ সালে আমরা সদস্যদের আরও ক্ষমতায়ন, নেতৃত্ব তৈরি এবং কমিউনিটিতে অর্থবহ প্রকল্প বাস্তবায়নের দিকে বিশেষভাবে কাজ করব।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর