ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। রবিবার কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সোমবার (০১ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে উপস্থিত হন জাকির হোসেন।
তিনি দেশনেত্রীর রোগমুক্তি কামনা করেছেন। তাঁর ফেসবুক ভেরিফাইড আইডিতে পোস্ট দিয়ে বলেন, "দেশের আঠারো কোটি মানুষের দৃষ্টিতে এভারকেয়ার আর অন্তরে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা।" এক বার্তায় জাকির হোসেন সরকার বলেন, "তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেনো সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।" তিনি জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিচ্ছেন এবং সীমিত পরিসরে কয়েকজন নেতা সাক্ষাৎ করছেন। তাঁর স্বাস্থ্যের আরও উন্নতির জন্য চিকিৎসক, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নিয়মিত নজর রাখছেন।
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতেই তিনি ঢাকায় এসেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর