ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩৬৯ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। এ সময় ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ ও কসমেটিক্স পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদলের সদস্যরা বুরুঙ্গা পোঁড়াবাড়ী, সন্ধ্যাকুড়া, ডুমনিকুড়া এবং বান্দরকাটা নামক স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রাম থেকে মৃত শাহাজাহানের পুত্র মোঃ সাদ্দাম হোসেনকে ৩৬৯ বোতল ভারতীয় মদ ও ২টি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়। একইদিনে হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া এবং বান্দরকাটা নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেভিয়া সফট ক্রীম, পন্ডস ফেসওয়াশ এবং কমলা ফল জব্দ করা হয়।
ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃপক্ষ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে। মাদক চোরাচালানের সাথে জড়িত আটককৃত আসামিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর