গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ‘মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায়’ পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে একদিনের ছুটি ঘোষণা করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এই বিষয়টি জানাজানি হয়। মূলত এর আগে সোমবার থেকেই কারখানার শ্রমিকরা পানি পান করার পরপরই অসুস্থ হতে শুরু করেন এবং মঙ্গলবার পরিস্থিতি আরও অবনতি হলে কারখানা ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন শ্রমিকরা।
স্থানীয়রা ও শ্রমিকরা জানান, কারখানার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে ডায়রিয়া, মাথাব্যথা, বমি ভাব ও পেট ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে। অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ভর্তি করা হয়েছে। বাকিদের সফিপুরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম জানান, যেসব শ্রমিক এখানে এসেছেন, তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত। অধিকাংশ শ্রমিক ডায়রিয়া আক্রান্ত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।
কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার বলেন, সোমবার সন্ধ্যা থেকেই কারখানার পানি পান করে অনেক শ্রমিক অসুস্থ হতে থাকেন। মাথা ব্যথা, ডায়রিয়া হলেও কর্তৃপক্ষ প্রথমে কারখানা ছুটি দেয়নি। মঙ্গলবার সকালে কাজে ঢোকার পর আরও অনেকে অসুস্থ হয়ে পড়ে। পরে কারখানা ছুটি ঘোষণা করা হয়।
চিকিৎসারত শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানার পানি পানের পরই পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়ায় আক্রান্ত হই।
হঠাৎ এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চিকিৎসকরা বলছেন, দূষিত পানি পানের কারণে সৃষ্ট বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে পানির নমুনা পরীক্ষা করা প্রয়োজন।
মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, হঠাৎ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। যাদের প্রয়োজন, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করছে। এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর