আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর পৃষ্ঠপোষকতায় এবং অর্থায়নে বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দূর্গম বুলুপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) ৫৭ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়ের উদ্বোধন করেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের ৪০/৫০ জন শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদিসহ অন্যান্য শিক্ষা সহায়ক সামগ্রী এবং বিস্কুট ও চকলেট বিতরন করেন।
জানা যায়, বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্তে বুলুপাড়ার মত দূর্গম পার্বত্য এলাকায় বিজিবির স্বউদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়টি উদ্বোধনের ফলে স্থানীয় ০৩টি পাড়ায় বসবাসরত মোট ৫০টি পরিবারের শিক্ষাবঞ্চিত আনুমানিক ৭০-৮০ জন কোমলমতি ছেলে-মেয়েরা লেখাপড়া করে উন্নত ভবিষ্যত জীবন গঠনের সুযোগ পাবে।
বিজিবির এই মহতী সামাজিক উদ্যোগের জন্য শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কারবারী/হেডম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ বিজিবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হতদরিদ্র নৃ-গোষ্ঠীর একমাত্র ভরসার প্রতীক হিসেবে ‘‘বিজিবি’’ সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে। এ জাতীয় কর্মকান্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী বাঙ্গালীদের মাঝে পারস্পারিক সু-সম্পর্ক, শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
এসময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে স্কুল উদ্ভোধনসহ সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ সকল মানবিক এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যহত থাকবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর