নড়াইলের কালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম এনায়েত হোসেন (৬৬)। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।
জানা যায়, গতকাল মঙ্গলবারে মাগরিবের নামাজ আদায় শেষে এনায়েত হোসেন রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন চা পান করার উদ্দেশ্যে। কবরস্থানের সামনের আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নিহতের ভাই সাংবাদিক সাজ্জাদ হোসেন ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর