প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি মুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সারে ১০ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ন জয়ন্তী হলরুমে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, ও প্রতিবন্ধী সেবা, সাহায্য কেন্দ্রের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মিজ্ তাছলিমা আক্তার।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা হাছান ঝন্টু, লোকবেতর পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ কুদরাত- ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আবুল ফাওাহ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন ক্লিনিক্যাল ও ফিজিও থ্যারাপিস্ট ডাঃ আপেল মাহমুদ
সাজু/নিএ
সর্বশেষ খবর