কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ৩ দফা দাবি আদায়ের লক্ষে সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে বরগুনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় বরগুনা সদর উপজেলা চত্বরে এক সমাবেশের আয়োজন করে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সদর উপজেলা ৩ দফা আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মানিকখালি সোনবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৩ দফা আন্দাদোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম বাদল, পূর্বকলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, চরকলোনী হামিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাসেম প্রমূখ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর