বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পরে বাবুপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ইদারা মোড় বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সাবেক ইউপি সদস্য আলী আকবর, ১ নং ওয়ার্ডের দু'বারের নির্বাচিত সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জাহান উদ্দিন মোল্লা, বাবুপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান, মজিবুর রহমান, ওহেদ মোল্লা প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর