শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় ওই বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলার 'আলোকবিন্দু' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এর আগে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান বর্তমানে নালিতাবাড়ীতে কর্মরত উপজেলা নির্বাহী ইউএনও ফারজানা আক্তার ববি।
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সংগঠনটির কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর।
এ সময় আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি নাঈম মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সদস্য সাইম বাদশা, মুখলেছ, রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, প্রায় এক বছর ধরে নালিতাবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন ফারজানা আক্তার ববি। দায়িত্বে থাকাকালিন সময়ে তিনি নালিতাবাড়ীর দৃশ্যপট বদলে দিতে ব্যাপক পরিসরে কাজ করেছেন। পৌর শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন তার মাধ্যমে হয়েছে। এই উপজেলার সবচেয়ে বড় সমস্যা অবৈধ বালু উত্তোলনের পরিধি শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন তিনি।
এছাড়া ফারজানা আক্তার ববি শেরপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন। নালিতাবাড়ীতে যোগদান করার আগে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিলেন। সেখানেও তার কর্মের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর